close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ....

Juwel Hossain avatar   
Juwel Hossain
গত ১৯ ও ২০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুভতা” — এই স্লোগানে সিরাজগঞ্জের কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ও ২০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক এর পাবনা উপ-পরিচালক মোঃ মনজুরুল হোসেন, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার।

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি এবং সততার চর্চা ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও দরিদ্র মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

没有找到评论


News Card Generator