স্টাফ রিপোর্টার > পরিবারের স্বজনদের অসর্তকতায় টিউবওয়েল ড্রেনের পানিতে পড়ে অকালে ঝরে গেছে দেড় বছর বয়সি এক শিশুর প্রাণ। আজ মঙ্গলবার সকালে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের কাহারোল উপজেলার চিড়াকুটি গ্রামে।
শিশুর নাম কৃষ্ণ চন্দ্র রায়। সে ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের চিড়াকুটি গ্রামের জোতিষ চন্দ্র রায়ের ছেলে।
জানা গেছে, সকালে উঠোনে ধান শুকাতে ব্যস্ত ছিলো পরিবারের স্বজনরা। এসময় পাশে খেলা করছিল দেড় বছর বয়সি শিশু কৃষ্ণ চন্দ্র রায়। স্বজনদের অলক্ষ্যে টিউবওয়েল পানি নিষ্কাশনের ড্রেনে পড়ে গিয়ে মারা যায় শিশুটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।
###