close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কাচিনা ইউনিয়নে শ্রমিকদলের মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার আওতাধীন ৯নং কাচিনা ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জুন) ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় কাচিনা ইউনিয়ন শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শ্রমিক দলের কর্মসূচি বাস্তবায়ন ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে দলীয় সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

No comments found


News Card Generator