close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জুমার নামাজের ফাঁকে ১৫৯ ভরি সোনা লুট! ধানমন্ডির সীমান্ত স্কয়ারে চাঞ্চল্যকর চুরি


রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে অভিনব কৌশলে চুরি করে নিয়ে গেছে চোরের দল। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে, জুমার নামাজের সময় দোকানের বিক্রয়কর্মীরা শাটারে তালা লাগিয়ে নামাজ পড়তে যান। ঠিক তখনই নয় সদস্যের একটি চক্র এই চুরির ঘটনা ঘটায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নয়জন ব্যক্তি দোকানের সামনে আসে। তাদের মধ্যে দুজন ছাড়া সবার মুখে মাস্ক ছিল। একজন একটি চাদর দিয়ে শাটার ঢেকে দেয়ার পর, অন্য দুজন তালা কেটে ভেতরে ঢুকে। বাকি সদস্যরা আশপাশের দোকানে গিয়ে বিক্রয়কর্মীদের ব্যস্ত রাখে। মাত্র সাত মিনিট ২৫ সেকেন্ডের মধ্যেই চক্রটি ১৫৯ ভরি সোনা লুট করে পালিয়ে যায়।
দোকানের মালিক কাজী আকাশ এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন। ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে তদন্তকারীরা ধারণা করছেন, এই চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত থাকতে পারে। সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের তিনটি দোকান থাকায় এসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, নামাজের সময় ক্রেতার চাপ কম থাকায় চোরের দল সুযোগ নেয়। মালিক কাজী আকাশ জানান, "শাটারে তালা লাগিয়ে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব সোনা লুট হয়ে গেছে।"
এই চুরির ঘটনায় সীমান্ত স্কয়ার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া সোনা উদ্ধারের জন্য তৎপরতা চলছে।
कोई टिप्पणी नहीं मिली