close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যুক্তরাষ্ট্রের কঠোর সিদ্ধান্ত: অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ শুরু..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কড়াকড়ির আওতায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে কতজনকে ফেরত পাঠানো হবে এবং কখন থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।..

বিশ্বজুড়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, গত মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশ সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্রও পাঠানো হয়েছে।

প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে বাংলাদেশ সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন অবৈধ নাগরিকদের সঙ্গে অসম্মানজনক আচরণ না করা হয়।

কূটনৈতিক সূত্র মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে আগাম কিছু অনুমান করা কঠিন। তবে কলাম্বিয়া এবং অন্যান্য দেশের নাগরিকদের মতো হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। কারণ, অপরাধে জড়িত না থাকলে এবং শান্তিপূর্ণভাবে ফেরত যেতে রাজি থাকলে তাদের প্রতি সম্মানজনক আচরণ করা হবে।

যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি নাগরিক রয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাট রাজ্যে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি।

বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে চেষ্টা চালাচ্ছে যাতে এই প্রক্রিয়া মানবিক উপায়ে সম্পন্ন হয়। একইসঙ্গে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা কম হওয়ায় ভাড়া করা উড়োজাহাজে ফেরত পাঠানোর সম্ভাবনাও খুবই কম।

শেষ কথা: যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অনেক বাংলাদেশি পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

没有找到评论


News Card Generator