যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এ ঘটনা ঘটে।..

সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে । 

সংবাদমাধ্যমটি বলছে, এখনও হামলা ও হত্যাকাণ্ডের  বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি—একজন পুরুষ ও একজন নারী—ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন। 

বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ 

মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খুব কাছ থেকে তাদের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই  নিহত হন তারা।

বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে,  তাদেরকে লক্ষ্য করেই এই হামলা করা হয়েছে, অর্থাৎ এটা ছিল ইচ্ছাকৃত হামলা।

 হামলার ঘটনায় 'ইলিয়াস রদ্রিগেজ' নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।  শিকাগো থেকে এসেছেন তিনি এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। 

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং কড়া নিন্দা জানিয়েছেন। 

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেছেন: “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।  স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আমরা সম্পূর্ণ আস্থা রাখছি, যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”  

ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত  এই ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে , তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

لم يتم العثور على تعليقات