ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে এক নারীকে হত্যার পর তার মরদেহে আগুনে পোড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ভূঁইয়ার বাড়িতে ঘটে এই ঘটনায়। ঘটনাস্থল থেকে নারীর মাথাবিহীন পোড়া দেহ উদ্ধার করা হয়, এবং নিহতের একটি হাতে চুড়ি থাকায় এটি নারী বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাহ নেওয়াজ ভূঁইয়ার ছেলে ফারহান রনি (৩০) আটক হয়েছেন।
প্রতিবেশীরা জানান, ওই দিন সকাল সাড়ে ৭টায় রনি ঘরের মধ্যে বসে থাকার সময় ধোঁয়া বের হতে দেখেন তারা। আগুনের বিষয়ে জানতে চাইলে রনি জানান, তিনি পাতাগাছ পুড়াচ্ছিলেন। কিন্তু ঘরের ভেতর উকি দিয়ে দেখতে পাওয়া যায়, মাটিতে পুড়ে যাওয়া এক মানুষের আকৃতি, যা অত্যন্ত ভয়াবহ। এমন পরিস্থিতিতে রনি ক্ষিপ্ত হয়ে দা নিয়ে প্রতিবেশীদের আক্রমণ করার চেষ্টা করেন। এরপর স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেন।
এলাকার ভাড়াটিয়া এক প্রত্যক্ষদর্শী জানান, ভোরবেলা ওই ঘর থেকে নারীর চিৎকার শুনতে পান। পরে তিনি ঘর থেকে বের হলে রনি তাকে ধমক দিয়ে চলে যেতে বলেন। এলাকাবাসী জানান, রনি মাদকাসক্ত এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক, যিনি কয়েক বছর আগে বিয়ে করলেও তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর ইসলাম জানান, সিআইডি এবং পিবিআইকে ঘটনায় তদন্তের জন্য জানানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
没有找到评论