close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলা, আহত ৫

a m abdul wadud avatar   
a m abdul wadud
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই)..
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
 
জানাযায়, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান।
 
ঝিনাইগাতী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া উচ্ছেদ করতে যায়। এ সময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বারের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
 
অভিযোগের বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য আসাদ আলীর মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সুলতানও পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পাইকুড়া বাজারে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
 
Tidak ada komentar yang ditemukan


News Card Generator