close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে মোবাইল কোর্ট..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
কেশবপুর উপজেলার ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট  পরিচালনা  করেন শংকর ঘোষের (৪৫) বাড়িতে..

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট  পরিচালনা  করেন ম্যাজিস্ট্রেট । এসময় শংকর ঘোষ (৪৫), পিতা: বিষ্ণুপদ ঘোষ, সাং বিদ্যানন্দকাটি, কেশবপুর, যশোর! তার বিরুদ্ধে গরুর ভেজাল দুধ তৈরির অভিযোগ আসে। সে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করে আদায় করেন। ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ শরীফ নেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেশবপুর, যশোর।

আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  
এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন। 

לא נמצאו הערות


News Card Generator