close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান; যুবক সাদিকুরের মৃত্যু, তরুণী হাসপাতালে!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

যশোরের জনপ্রিয় বিনোদিয়া পার্কে প্রেমিক ও প্রেমিকার একসঙ্গে বিষপানের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (২৩) এক অজ্ঞাতপরিচয় তরুণীকে নিয়ে ঘুরতে আসেন যশোরের বিনোদিয়া পার্কে। ঘোরাঘুরির একপর্যায়ে তারা দু’জনেই ঘাসপোড়া জাতীয় কোনো বিষ পান করেন বলে ধারণা করা হচ্ছে।

বিষপানের পর তারা ব্যথায় ছটফট করতে থাকলে পার্কে উপস্থিত দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত কর্তৃপক্ষকে জানান। পরে পার্কের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার সঙ্গে থাকা তরুণী বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল ও পুলিশ সূত্র।

Walang nakitang komento


News Card Generator