close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরে তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
যশোরের শার্শায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক নামক সাপসহ করিম হোসেন(৪৮) ও মামুনুর রশীদ(৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ন..

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক নামক সাপসহ করিম হোসেন(৪৮) ও মামুনুর রশীদ(৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

এর আগে সোমবার(১৯ মে) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে। পুলিশ আরো জানায়,আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম রবিউল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Walang nakitang komento