close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
৮ তলা ভবনের উপর থেকে রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে..

যশোর এম এম কলেজ সংলগ্ন সার্কিট হাউস এলাকার ইকবাল মঞ্জিল নামক একটি ৮ তলা ভবনের উপর থেকে রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শ্রমিকরা ভবনের উপরের একটি তলার ব্যালকনিতে কাজ করছিলেন। হঠাৎ করে রেলিং ভেঙে গেলে তারা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সবাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নির্মাণকাজে কোনো সঠিক নিরাপত্তাব্যবস্থা ছিল না। ভবনের মালিকপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ভবনের নির্মাণ অনুমতি ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকেও অবহিত করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভবনের নির্মাণ কাজে নিরাপত্তা অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

No comments found