এরই ধারাবাহীকতায় গতকাল সোমবার যশোরের বড় বাজারে অবস্থিত এইচএমএম রোডে লিবার্টি গ্যালারির শোরুমে জুতা কিনতে এসে কর্মচারীদের মারপিটের শিকার হয়েছেন এক দম্পতি। এ সময় ওই গৃহবধূকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তার স্বামী ঠেকাতে আসলে কর্মচারীরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ ঘটনাটি ঘটেছে ২৪ মার্চ সোমবার রাত ১০টার পর। এখবর ছড়িয়ে পড়লে সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। জনতা এ সময় লিবার্টি শোরুমে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী সাগর নামের ওই ব্যক্তি জানান, তিনি তার স্ত্রী কে নিয়ে জুতা কিনতে এই শোরুমে আসেন। দেখার এক ফাঁকে একটি জুতায় তার পা লাগে। এতে করে এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জন কর্মচারী এসে তার স্ত্রীকে দোতলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। পরে তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিট করেন। এতে তার স্ত্রীর পা ভেঙে যায়। এছাড়া তিনি নিজেও জখম হন।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দেখেন ওই দম্পতিকে দোকানের কর্মচারীরা মারপিট করছে। 
এ সময় আশপাশের লোকজনও এগিয়ে আসেন। কিন্তু কর্মচারীরা কিছুতেই কারও কথা শুনছিলেন না। এমন সময় পথচারী ও অন্য দোকানের ক্রেতারা এসে প্রতিরোধ গড়ে তোলে। বিক্ষুব্ধ জনতা পাল্টা হামলা চালায় ওই দোকানের কর্মচারীদের ওপর। একপর্যায়ে মেইন গেট আটকে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরমাঝে সেনাবাহিনীও ঘটনাস্থলে হাজির হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত দম্পতিকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য লিবার্টি শোরুমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			