close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোরে ঝিকরগাছায় ৩ জনপ্রতিনিধিসহ  আওয়ামী লীগের ৭ নেতা আটক..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের ঝিকরগাছায় তিন জন প্রতিনিধিসহ  আওয়ামী লীগের সাত নেতাকে পুলিশ আটক করেছে।..

যশোরের শার্শা উপজেলার তিন জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে আটটার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), ইউপি সদস্য মহিউদ্দিন আলম (৪০), শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঝিকরগাছা থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।সোমবার দুপুরে ওই সাত নেতাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানায় নাশকতার একাধিক মামলা আছে।

গ্রেপ্তার ব্যক্তিদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত
ওগ্রেফতার ব্যক্তিরা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে । পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

نظری یافت نشد


News Card Generator