close

লাইক দিন পয়েন্ট জিতুন!

যশোরে ঈদের দিন নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ মিলল পুকুরে..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।..

যশোরের ঝিকরগাছায় নিখোঁজের একদিন পরে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত সোহানা আক্তার (১১) উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। সে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির নিখোঁজের বিষয়টি জানা যায়। সেখানে দাবি করা হয়, বিকাল ৩টার সময় বান্ধবীদের সঙ্গে ফুলের রাজ্যখ্যাত গদখালী অঞ্চলের পানিসারা ফুলমোড়ে বেড়াতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর দেওয়া হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন পাশেই ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। রাত ২টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। রোববার সকালে মানিকালি গ্রামের ফুফু বাড়ির পেছনের একটি পুকুরে তার মরদেহ দেখে পুকুর থেকে উপরে নিয়ে আসেন ফুফু, ফুফা ও প্রতিবেশী মিন্টু। সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করে।মেয়েটির ফুফু জানান, ‘সোহানা আমাদের বাড়িতে তার ফুফাতো বোনের সঙ্গে খেলা করতে যায়। পরে দুপুর ২টার দিকে এসে আমার মেয়ে ত্বন্বী এসে জানায় সোহানাকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা বিষয়টিকে গুরুত্ব দেইনি। পরে বিকেল ৫টার দিকে খোঁজ করতে থাকি।’

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

No se encontraron comentarios


News Card Generator