যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই (৫০)। তিনি ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে এবং বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগনে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৭ জুন) সকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন ডুবপাড়ার ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করতে গেলে তাদের বাধা দেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী উভয়পক্ষকে নিয়ে বসে সমঝোতা করেন।
তবে সমঝোতার পরও রাত ৯টার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুল হাইয়ের ওপর বোমা হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে এ হামলা চালান। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন।
স্থানীয়দের ভাষ্যমতে, হামলাকারী আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির ঘনিষ্ঠ সমর্থক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			