close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন ও শোভাযাত্রা

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

যশোরে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা, লালকার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।এ সময় তিনি বলেন, মাদকের শুরু তামাক দিয়ে হয়। তাই তামাকের উৎপাদন নিয়ন্ত্রণে আনতে হবে। কোম্পানিগুলোর প্রলোভন ও চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।


উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলসহ বিভিন্ন এনজিও কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তামাককে লাল কার্ড প্রদর্শন করেন। লাল কার্ড প্রদর্শনের পর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। তামাকের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন এনডিসি মাহিন দায়ান আমীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

No se encontraron comentarios


News Card Generator