মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি কর্মসূচির আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রায় ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল দেওয়া হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তার বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। তিনি আরও বলেন, বিএনপি রক্তের সাগর পাড়ি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছে এবং কোনোভাবেই এই গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ হতে দেওয়া হবে না। তিনি বিভিন্ন মহলের উস্কানিমূলক কথার সমালোচনা করেন এবং বলেন যে কোনো ষড়যন্ত্রকারীকে সফল হতে দেওয়া হবে না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। এছাড়াও, অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানাসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানটি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনই ছিল না, এটি ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
没有找到评论