শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই নকিব ইকবাল হোসেন।
এদিন বিকেলে কিশোরীর মা মেয়ে হারিয়ে যাওয়ার অভিযোগে থানায় একটি জিডি করেন।
এসআই নকিব ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেয়ে মেয়েটির মোবাইল ফোন নম্বর ট্রাকিং করে তার অবস্থান শণাক্ত করে তাকে নারিকেলবাড়িয়ায় তার এক নিকট আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণেই ওই মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছিল। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়ে তার মা থানায় জিডি করেন।



















