যশোর মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার  শ্যামকুড় (১২ নং)  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন..

নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার  শ্যামকুড় (১২ নং)  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।বুধবার দুপুরে তাকে গ্রেফতার করার পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়।


মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, বুধবার দুপুর একটার দিকে আলমগীর হোসেনকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।তিনি জানান, চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলার মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ আরও মামলা রয়েছে বলে জানান ওসি।

Walang nakitang komento