যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়নের অংশ হিসেবে যশোর জেলার নয়টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনি দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর এই লটারি আয়োজন করে। সৎ ও নিরপেক্ষ কর্মকর্তার তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহের পর লটারির ভিত্তিতে নতুন ওসি নির্ধারণ করা হয়।
 
খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার যে নয়টি থানায় ওসি পদায়ন করা হয়েছে, সেগুলো হলো, যশোর কোতয়ালি থানায় মো. ফারুক আহম্মেদ, অভয়নগর থানায় এস. এম. নূরুজ্জামান, শার্শা থানায় মো. মারুফ হোসেন, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান , বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন , কেশবপুর থানায় সুকদেব রায়, মনিরামপুর থানায় মো. রজিউল্লাহ খান , চৌগাছা থানায় রেজাউল করিম ও ঝিকরগাছা থানায় শাহ জালাল আলম।
Walang nakitang komento


News Card Generator