যশোর জেলা শাখার "খেলাফত মজলিস" এর প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শরীফ সাঈদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। মমিনের গান ও পরিচয় সম্পর্কে আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের জেলা সহসভাপতি মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা রমিজ উদ্দিন, মুফতি হাফিজুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মহিউল ইসলাম। প্রশিক্ষণে জেলা, উপজেলা, শহর শাখাসহ সাংগঠনিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লামা মামুনুল হকের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

No comments found