close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যশোর চৌগাছায় সলুয়া বাজারে অসুস্থ বানরকে উদ্ধারের চেষ্টা করছে বনবিভাগ..

সালমান বিশ্বাস  avatar   
সালমান বিশ্বাস
যশোর চৌগাছায় সলুয়া বাজারে অসুস্থ বানরকে উদ্ধারের চেষ্টা করছে বনবিভাগ

যশোর চৌগাছার সলুয়া বাজারে ১টি অসুস্থ বানরের দেখা মেলে,স্থানীয়রা বানরটিকে দেখতে ভির জমালে বুঝতে পারে বানরটি গুরুতর অসুস্থ।
স্থানীয়ারা নিজেদের মত করে বানটিকে প্রথমিক চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে।
 রুটি,পানি,কেক, বাদাম,ইত্যাদি খাবারের ব্যবস্থা করলে তা খাওয়াতে ব্যার্থ হয় ।


পরর্তীতে,স্থানীয় মানুষের স্বচেষ্টার চৌগাছা বনবিভাগকে জানানো হয়।
বনবিভাগের একটি টিম বানটিকে উদ্ধারের চেষ্টা করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য।

 

বনবিভাগ অফিসার ফেরদৌস খান বলেন, নির্বাহী কর্মর্কতা মিস শাহিনুর আক্তার বিষয়টি অবগত আছেন।
আমরা উদ্ধারের চেষ্টা করছি,উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পরে বানরটিকে চিকিৎসার ব্যবস্থা করবো।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator