close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাট জেলা সদরের ধলাহার ইউনিয়ন পরিষদ সংলগ্ন জাকস ফাউন্ডেশনের প্রবীণ কেন্দ্রে কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় "উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাঃ বিকাশ মহন্ত, ভেটেরিনারি অফিসার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, জয়পুরহাট।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল জাবির ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সহ বিভিন্ন এলাকা হতে প্রশিক্ষণ গ্রহণের জন্য আগত খামারীগণ।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকগণ নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে প্রাণিসম্পদ প্রতিপালনের সঠিক ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ নিয়ে খামারিদের সাথে আলোচনা করেন।

No comments found


News Card Generator