close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অ্যালকোহল ও কাঁচামাল উদ্ধার..

Abu Raihan avatar   
Abu Raihan
উদ্ধারকৃত দ্রব্যাদি ধ্বংস করে ফেলা হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অ্যালকোহল ও কাঁচামাল উদ্ধার হয়েছে। 
কালাই উপজেলার একটি টিনসেড বাড়িতে অবৈধভাবে মজুত রাখা অ্যালকোহল ও অ্যালকোহল তৈরির কাঁচামাল উদ্ধার করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোলামগাড়ী এলাকায় থেকে এসব উদ্ধার করা হয়। 
 
জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়ের ওই বাড়ি থেকে ২৫ বোতল অ্যালকোহল এবং ২০ লিটার কাঁচামাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দ্রব্যাদি ধ্বংস করে ফেলা হয় এবং অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। 
Tidak ada komentar yang ditemukan


News Card Generator