close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

জবাব চাই avatar   
জবাব চাই
আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৯ দিন পর কাফি খন্দকার (৯) নামে এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুর ..

 

নিহত কাফি খন্দকার ওই গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল বিকেলে কাফি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। তবে সন্ধ্যার আগে অন্যান্য শিশুরা বাড়ি ফিরলেও কাফি আর ফেরেনি। পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর থেকেই উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল পরিবারের।

 

শনিবার দুপুরে শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড়ে কাফির অর্ধগলিত মরদেহ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

 

কাফির পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ের ঝোপঝাড়ে ফেলে রাখা হয়েছে।

 

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, "শিশুটির মরদেহ গলে-পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

No comments found


News Card Generator