জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার..

Abu Raihan avatar   
Abu Raihan
****

জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন উত্তর আটাপাড়া এলাকা থেকে ২৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লক্ষীপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে মনজু হাসান (৪২) ও মৃত আব্দুর রশিদের ছেলে মাসুদ রানা (৩৪)।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত আসামী মনজু এবং মাসুদ  চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গতকাল রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে মাদক কারবারী মনজু এবং মাসুদ  আটক করে। 

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন, ০২টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যা-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

No comments found


News Card Generator