জয়পুরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

Abu Raihan avatar   
Abu Raihan
দুই কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাটে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এনরোলমেন্ট এক্সিকিউটিভ দুই কর্মচারী মেহেদুল ও আতিকুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।

বুধবার (৭ মে) দুপুরে জয়পুরহাটে  বিআরটিএ  জেলা কার্যালয়ে দুদকের নওগাঁ  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন  রিতার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করাসহ বেশ কিছু নথি জব্দ করে। এ ছাড়া লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা।

দুদকের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতা জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালিয়ে এই অফিসের দুই কর্মচারীর ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে।  এগুলো যাচাই বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দেয়া হবে ও অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন।  

Aucun commentaire trouvé