চাঁদপুরের মতলব উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ২মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আকিল আহমেদ(৩৫) ও শামছূল হক(৩০) তাদের কাছ থেকে গাঁজা,কল্কি, দেশীয় অস্ত্র,মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধ্যার করা হয়েছে। উদ্ধ্যারকৃত মালামালা ও তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
আটককৃতরা হলেন, আকিল আহমেদ(৩৫) ও শামছূল হক(৩০)..
Inga kommentarer hittades