close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যৌথ বাহিনীর অভিযানে আকিল আ(৩৫( শামচুল হক(৩০) আটক

Abdul Kadir  avatar   
Abdul Kadir
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ২মাদক ব্যবসায়ী আটক।
আটককৃতরা হলেন, আকিল আহমেদ(৩৫) ও শামছূল হক(৩০)..

চাঁদপুরের মতলব উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে  তালিকাভুক্ত ২মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আকিল আহমেদ(৩৫) ও শামছূল হক(৩০) তাদের কাছ থেকে গাঁজা,কল্কি, দেশীয় অস্ত্র,মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধ্যার করা হয়েছে। উদ্ধ্যারকৃত মালামালা ও তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

Walang nakitang komento