যৌন নির্যাতনের অভিযোগে প্রভাবশালী মার্কিন র‍্যাপার গ্রেপ্তার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যৌন নির্যাতনের অভিযোগে প্রভাবশালী মার্কিন র‍্যাপার গ্রেপ্তার
নারী পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে প্রভাবশালী মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বসকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ম্যানহাটানের একটি হোটেল থেকে হোমল্যান্ড সিকিউরিটি ৫৪ বছর বয়সী এই গায়ককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এএফপি। শন কম্বস ভক্ত-অনুসারীদের কাছে ‘ডিডি’ নামে পরিচিত। গত বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে শনের বিরুদ্ধে। সে সময় তাঁর বিরুদ্ধে ১০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নির্যাতনের মামলা করা হয়। অভিযোগে বলা হয়, শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন। অভিযোগ করা হয়, তিনি মাদক ব্যবহারের মাধ্যমে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন, যা নিয়ে তোলপাড় শুরু হয় সংগীত দুনিয়ায়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র‍্যাপারকে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটি। এএফপিকে পাঠানো এক বিবৃতিতে শনের আইনজীবী মার্ক আঙ্গিফিলো বলেন, তিনি (শন) তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তাঁর কিছুই লুকানোর নেই।
Nenhum comentário encontrado


News Card Generator