ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভালুকার জননেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু সাহেবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভালুকা পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব তোফায়েল আহাম্মেদ টুটুল এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে উঠে আসে দলীয় ঐক্য, সংগ্রাম ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা।
জননেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, “ভালুকার উন্নয়ন ও কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক দলের ভূমিকা অবিস্মরণীয়। আপনাদের এই ত্যাগ-নিষ্ঠা ও একতা-ই দলের শক্তি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত।”
সদস্য সচিব তোফায়েল আহাম্মেদ টুটুল বলেন, “আমরা সবসময় তৃণমূল কৃষকদের পাশে আছি এবং থাকবো। ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু সাহেবের নেতৃত্বে ভালুকায় কৃষক দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ।”
এই মিলনমেলা প্রমাণ করে, ভালুকায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে এক বিশাল আস্থার প্রতীক হয়ে উঠেছেন ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। ঈদ যেমন আনন্দের দিন, তেমনি এটি রাজনৈতিক ও সামাজিক সংহতিরও এক মহান উপলক্ষ-তা আবারও প্রমাণ হলো এই আয়োজনে।