close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জঙ্গল সলিমপুর পাথরীঘোনা বড়ুয়া পাড়া শাখার নতুন কমিটি গঠিত..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ৮ নং পাথরীঘোনা বড়ুয়া পাড়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।..

নতুন কমিটিতে সাংবাদিক বাচ্চু বড়ুয়া সভাপতি এবং সাংবাদিক অনুপম বড়ুয়াকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া মুকুল বড়ুয়া সাধারণ সম্পাদক, শ্যামল বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক, সুজা বড়ুয়া (এসআই) সাংগঠনিক সম্পাদক, শিশির বড়ুয়া অর্থ সম্পাদক, উদয়ন বড়ুয়া সহ অর্থ সম্পাদক, রাহুল বড়ুয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিতা বড়ুয়া মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পান।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিক ধন বড়ুয়া, মানিক লাল বড়ুয়া এবং শাখার অন্যান্য সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন শিশির বড়ুয়া। বক্তারা বলেন, নতুন কমিটি এলাকার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

نظری یافت نشد


News Card Generator