জঙ্গিবাদকে আর প্রক্সি যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ হিসেবেই দেখে ভারত : ট্রাম্পকে মোদী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৮ জুন) টেলিফোনে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কথোপকথনের সময় প্রধানমন্ত..

গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই হামলার পর ট্রাম্প ফোন করে মোদীকে সমবেদনা জানান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানান। বুধবারের ফোনালাপ ছিল সেই ঘটনার পর দুই নেতার প্রথম আনুষ্ঠানিক কথা।



পররাষ্ট্র সচিব আরও জানান, জি৭ সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই কানাডা সফর সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ায় সে বৈঠক আর সম্ভব হয়নি। এরপর ট্রাম্পের অনুরোধে মোদী ও ট্রাম্প টেলিফোনে দীর্ঘ ৩৫ মিনিট কথা বলেন।

ফোনালাপে প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে বিশদ আলোচনা হয়। মোদী ট্রাম্পকে জানান, পাকিস্তানের অনুরোধে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদী আমন্ত্রণ জানান যে, আগামী কোয়াড সম্মেলনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যেন ভারত সফরে আসেন। ট্রাম্প সেই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন এবং জানান, তিনি ভারতে আসার জন্য রোমাঞ্চিত।

প্রায় ৩৫ মিনিট স্থায়ী এই ফোনালাপে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

没有找到评论


News Card Generator