close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

যমুনার চরাঞ্চলের উন্নয়নে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে স্বারকলিপি প্রদান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

যমুনা নদীর চরাঞ্চলের বঞ্চিত জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে পৃথক উপজেলা ঘোষণা করার দাবি জানিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা। রবিবার (১৮ই মে) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্বারকলিপি প্রদান করা হয়।

যমুনার চরাঞ্চলের উন্নয়নে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ. কাদের চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, যমুনার বিশাল চরাঞ্চলে লক্ষাধিক মানুষ বাস করলেও তারা এখনও স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলটি একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠিত হলে সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং স্থানীয় জনগণও সরকারি সেবা সহজেই পাবে।

স্বারকলিপিতে উল্লেখযোগ্য দাবি সমূহ:

* যমুনার চরাঞ্চলকে পৃথক প্রশাসনিক উপজেলা ঘোষণা
* নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন
* টেকসই সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ
* নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী উদ্যোগ

স্বারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি আশ্বাস দেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।

没有找到评论


News Card Generator