close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জমিজমা সংক্রান্ত বিরোধে এক যুবক গুরুতর আহত, দেবহাটা থানায় এজাহার দায়ের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজমল হোসেন আশিক নামের এক যুবক মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজমল হোসেন আশিক নামের এক যুবক মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছে। 

শুক্রবার (১৩ জুন '২৫) সকালে উপজেলার খাসখামার গ্রাম এঘটনাটি ঘটে। এ ঘটনায় আশিক নিজেই বাদী হয়ে প্রতিপক্ষ আপন চাচা আজিবুল বাসারসহ ৭ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি এজাহারের কপি জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আজহারুল ইসলামের পুত্র আজমল হোসেন আশিক তার এজাহারে উল্লেখ করেছেন যে, দেবহাটা উপজেলা খাসখামার গ্রামের মৃত আরজাহান আলীর পুত্র আজিবুল বাসার, একই গ্রামের আমিন হাজারীর পুত্র বাবু হাজারী, আজিবুল বাসারের স্ত্রী মাছুরা খাতুন, দলত সরদারের পুত্র আব্দুল হান্নান ও নাছির সরদার, মৃত নুর ইসলামের পুত্র মোহাম্মদ আলী এবং সেলিম সরদারের পুত্র সোহল রানা কালু পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে লাঠি, লোহার রড ও দাসহ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে খাসখামার সাকিনস্থ জনৈক রবিউলের বসত বাড়ির সামনে ইটসালিং রাস্তায় আমার পথরোধ করে এবং ১ নং আসামী (আজিবুল বাসার) তার হাত থাকা ধারালো দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার বাম পাশে কোপ মারিয়া গুরুতর জখম করে। এসময় ২ নং আসামীর (বাবু) হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ কর বাড়ি মারলে উক্ত বাড়ি আমি ডান হাত দিয়ে ঠকাইলে আমার ডান হাতের কনুত ও কব্জিত হাড়ভাঙা জখম হয়। আঘাত জনিত কারনে আমি রাস্তার উপর পড়ে গেলে ৪ ও ৫ নং আসামী (হান্নান ও নাছির) হাতে থাকা লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে বাড়ি মারিয়া ফোলা জখম করে। একপর্যায়ে ৩ নং আসামী (মাছুরা) আমার প্যাটের ডান পাশের পকেট থাকা ১ লাখ টাকা কেড়ে নেয়। এছাড়া ২ নং আসামী (হান্নান) আমার প্যাটের বাম পাশের পকেটে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন ভাংচুর করে এবং আমার টি শার্ট ছিড়ে ফেলে আনুমানিক ৪১ হাজার টাকার ক্ষতিসাধন করে। যা এজাহার উল্লেখ করা স্বাক্ষীগন যথাক্রমে রবিউল ইসলাম, আছাবুর রহমান ও আজহারুল ইসলাম স্বচোখে দেখেছেন। স্বাক্ষীদের সামনে আমাকে তারা জীবন নাশের হুমকিও প্রদান করেছেন। বর্তমান আশিক দেবহাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু উভয় পক্ষেই আইনজীবি, সেহেতু বিষয়টি অধিকতর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৩ জুন তারিখ এই আজিবুল বাসারের বিরুদ্ধে তার ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার আরেক ভাই আছাবুর রহমান। এসময় সংবাদ সম্মেলন তার বড় ভাই আজহারুল ইসলাম, তিন বোন আরিজা বেগম, আফরোজা বেগম, নাসরিন ও মা ফরিদা বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের পিতা আরজাহান আলী ২০২১ সাল মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া খাসখামারের সকল সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে তাদের ছোট ভাই এই আজিবুল বাসার। কোন ভাই-বোন এই সম্পত্তির ভোগ চাইতে গেলে আজিবুল বাসার তার ভাড়াটিয়া সস্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয় এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করে থাকে।

לא נמצאו הערות