close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামার হত্যাকান্ডের নিলু‘কে গ্রেফতার..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামার হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী নিলু‘কে গ্রেফতার..

রাজশাহীর রাজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে মামার হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী নিলু‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম সুরুজ (৪৫) এর সহিত এজাহারনামীয় আসামী দের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিলো। গত ১১ এপ্রিল তারিখে নিহত ভিকটিমের সঙ্গে থাকা অপর ০৪ জন সহযোগী সহ রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড় থেকে নতুন বিল শিমলায় যাওয়ার পথে আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় ঘটনাস্থল রাজপাড়া থানাধীন বহরমপুরস্থ সিটিবাইপাস ঘোড়াচত্ত্বর নামক স্থানে পৌছালে উল্লেখিত এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাত নামা ৪/৫ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে পূর্ব-পরিকল্পিত ভাবে ভিকটিম সুরজ আলী সহ সাথে থাকা অন্যদেরকে পথরোধ করে জমিজমা বিষয়ে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে আটককৃত আসামীর হুকুমে ১ নং বিবাদী ইট দিয়ে ভিকটিমের মাথা আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিম মাটিতে পড়ে গেলে বিবাদীগণ বুক-পিঠে সহ বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে। উক্ত ঘটনাটি দেখে স্থানীয় লোকজন উপস্থিত হলে উক্ত আসামীগণ দ্রুত পালিয়ে যায়। উক্ত নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়। উক্ত ঘটনায় রাজপাড়া থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ হিরা (২৪) ও ৩নং আসামি মোঃ আশরাফ আলী (৪৫) মোঃ শরিফুল ইসলাম (৩৫) এবং ৫নং আসামি মোসাঃ জাহানারা বেগম (৫০) কে গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখ মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর নামক এলাকা হতে গ্রেফতার করেছিল। এর পরপর হত্যা মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী জোরালো করা হয়। অন্যান্য পলাতক আসামীগন দেশের বিভিন্ন স্থানে নিজেদেরকে আত্মগোপন করার চেষ্টা করে। র‌্যাব-৫ এর চৌকষ আভিযানিক দল তাদেরকে সর্বদা ছায়া অনুসরণ করতে থাকে। তারই প্রেক্ষিতে ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রী-০০.১৫ ঘটিকার সময় র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ২নং এজাহারনামীয় আসামী মোঃ নিলু (৩৫)‘কে ঢাকা জেলার টঙ্গী পূর্ব থানাধীন শের-ই-বাংলা রোড সংলগ্ন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যা বের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে। উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments found


News Card Generator