শ্যামনগরে জলবায়ু মেলা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী উপজেআ পরিষদ মাঠে জলবায়ু মেলা অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ ও ইয়ুথনেট গ্লবোলের আয়োজনে মেলায় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান স্টল প্রদান করেন এবং স্টলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কৌশল সমূহ তুলে ধরেন। মোঃ এরশাদুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য সহ মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ মেলার মাধ্যমে জানতে পারবে এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। মেলায় দশটি স্টলে জলবায়ু সহনশীল পদ্ধতি,কলাকৌশল ও উপকরণ প্রদর্শন করা হয়।
ছবি- শ্যামনগরে জলবায়ু মেলার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
نظری یافت نشد