close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে আশাশুনিতে র‍্যাব- ৬ খাদ্যসামগ্রী বিতরণ ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‍্যাব..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র‍্যাব। 

বুধবার (০৯ এপ্রিল '২৫) সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর অধিনায়ক মোঃ শাহাদাত হোসেন এর নিদর্শনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

১শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে। 

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মোঃ মারুফ হোসেন ও সিনিয়র এএসপি যায়েন উদ্দিন মোহাম্মদ যিয়ান।

র‍্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা, মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ, উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

Geen reacties gevonden


News Card Generator