close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জজের বাসভবনের সামনে ক'কটে'ল বি'স্ফো'রণ, শহরজুড়ে 'আ'ত'ঙ্ক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Intense fear spreads among the public following two cocktail explosions targeting judicial establishments in Manikganj city within two and a half hours.

মানিকগঞ্জ শহরজুড়ে বিচারিক স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে জেলা জজের বাসভবন এবং আইনজীবী সমিতি ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ স্থানকে নিশানা করায় এটিকে বিচারিক কার্যক্রমে চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে ২ নম্বর আইনজীবী সমিতি ভবনের সামনে। ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৭টার দিকে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে জেলা জজের বাসভবনের প্রধান গেটের সামান্য দূরে। এই বিস্ফোরণের শব্দও ছিল বেশ জোরালো। পরপর দুটি বিস্ফোরণে ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং সড়কে চলাচলরত মানুষ ও যানবাহন মুহূর্তের মধ্যে থমকে যায়।

এই ঘটনার পর মানিকগঞ্জ শহরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। একটি গুরুত্বপূর্ণ বিচারিক কর্মকর্তার বাসভবন এবং আইনজীবীদের মিলনস্থল লক্ষ্য করে এমন হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন এই ঘটনা নিশ্চিত করে 'কালবেলা'কে জানান, আড়াই ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের খবর তারা পেয়েছেন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলেন, "কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আমরা ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।" শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

No comments found


News Card Generator