আজ ২৮ রমজান, ২৯ মার্চ '২০২৫ ইং রোজ শনিবার। ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।..
আজ ১৮ ছালিয়া কান্দি ইউনিয়নের ৪ বারের সফল চেয়ারম্যান, ছালিয়া কান্দি ইউনিয়নের শান্তির , বিশিষ্ট শিল্পপতি ও দানশীলতায় নিবেদিত প্রাণ, বাংলাবাজারের অন্যতম পুস্তক ব্যবসায়ী, সাবেক চেয়ারম্যান মরহুম জনাব মোসলেম আহম্মেদ সরকারের ছোট ভাই জনাব আবু মুসা সরকার প্রতিবারের মতো এবারও সমগ্র ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী, বস্ত্র বিতরণ এবং দাওয়াতি মেহমানদের খাওয়ানো সহ আগত অতিথিদের ও ওনার ইউপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। তিনি ইউনিয়নের চেয়ারম্যান থাকাবস্থায় ইউনিয়নের মাঝে শাস্তি - শৃঙ্খলা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনিই একমাত্র চেয়ারম্যান যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে ৫ ই অগাস্টের আগে ও পরে এলাকায় কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। সাধারণ জনগণ ওনার এবং ওনার পরিবার বর্গের সার্বিক কল্যাণ ও দীর্ঘায়ু কামনা সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এধরনের ব্যাক্তি বর্গের জনহিতকর কাজের মাধ্যমে মানবতার জয় হোক সেই প্রত্যাশা জনগণের।