জিন্দিগি বরবাদ করে দিমু’- থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর আদাবর থানায় মামলার বাদী এক নারীকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা লেদু হাসানের বিরুদ্ধে। আদাবর থানার ভেতরে ভুক্তভুগী বাদীকে ওই বিএনপি নেতার হেনস্তা করার একটি ভিডিও শুক্রবার ফে..

ওই ভিডিওতে দেখা যায়, দলবল নিয়ে থানার ভেতরে পুলিশের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন লেদু হাসান। আর তাদের অদূরেই বসা দুজন নারী। যাদের একজন একটি মামলার বাদী। পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে লেদু হাসান ওই নারীর সঙ্গে কথা বলতে শুরু করেন।

এক পর্যায়ে তিনি ওই নারীকে ধমক দিয়ে বলেন, ‘একদম চুপ, একদম চুপ; না হলে কিন্তু একদম ঢোকায় দিমু, জিন্দিগি বরবাদ করে দিমু, ধ্বংস হয়ে যাবি।’

তখন ওই নারীকে লেদুর উদ্দেশে বেশ কয়েকবার ‘বাবা বাবা’ করে সম্বোধন করতে শোনা যায়।

No se encontraron comentarios


News Card Generator