ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)–এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জননেতা আলহাজ্ব মোর্শেদ আলম।
সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, এবং সঞ্চালনা করেন একই ইউনিটের আরেক যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু।
অনুষ্ঠানে বিশেষভাবে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, এবং ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলে মিলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন শহীদ জিয়াউর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা, ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।