জীবন কাটবে সুখে
-মোঃ আবু মুনিফ আল মুকিম ।
ধূসর কালো মেঘের মতো
মেঘলা কেন মন,
কিসের ভাবনায় মগ্ন থাকো
তুমি সারাক্ষন।
কচি সবুজ পাতার মতো
সজীব তোমার প্রাণ,
বসন্তের তাজা ফুলের গন্ধের
পাওনা কেন ঘ্রান।
অবুঝ শিশুর মতো যেন
তোমার চলাফেরা,
যৌবনের নব সাজে তোমার
সারা অঙ্গ ঘেরা।
জোৎস্না রাতের আলোর মতো
আলোকিত তোমার বদন,
তোমার আলোয় আলোকিত
আমার দেহ মন।
অপরূপ তুমি তোমার রুপে
আমার এই দুচোখে,
তোমায় পেলে এই জীবনটা
কাটবে আমার সুখে।