close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? নওগাঁয় অবস্থান কর্মসূচি! ....

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের অবস্থান কর্মসূচি পালন করেছেন নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার..

জীবিত আছিয়ার নিরাপত্তা দিবে কে? এ স্লোগানকে সামনে রেখে নওগাঁয় ফাতেমা ছোঁয়া নামের এক ৬ষ্ঠ শ্রেণীর  শিক্ষার্থীর অবস্থান কর্মসূচীর মাধ্যমে সারাদেশে বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। 

১৭ই মার্চ (সোমবার) সন্ধ্যায় শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া মুখে কালো কাপড় বেঁধে হাতে প্রতিবাদী পোস্টার নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন। 

প্রতিবাদী ফাতেমা ছোঁয়'র বাবা দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী ক্যাপ্টেন জানান, বর্তমান সময়ে আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েকদিন ব্যবধানে আমরা দেখেছি সারাদেশে বিভিন্ন জেলায় অজস্র শিশু নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর কত? আমরা প্রাণ হারাবো আর কত প্রাণ হারাতে দেখব? আর কবেই বা আমরা আপনার আমার সন্তান ভয়মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে। স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাই না। মৃত আছিয়াসহ সকল ধর্ষণের ও নির্যাতনের শিকারে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। 

এ ব্যাপারে স্থানীয় সচেতন ব্যক্তি এনাম হক বলেন, মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু অত্যন্ত লজ্জাজনক। সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবিদার।দেশব্যাপী এমন অপকর্মের ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িত সকল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষকদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান তিনি । 

Inga kommentarer hittades


News Card Generator