ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ মঙ্গলবার (২ জুলাই ২০২৫), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে অংশ নিতে নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা জাকির হোসেন বাবলু এবং সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ।
সঙ্গে রয়েছেন ভালুকা উপজেলা ও পৌর শাখা জাসাসের নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম।
জানা গেছে, ঢাকা চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে পৌঁছে নেতৃবৃন্দ দলীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে।
জাসাস নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক চেতনার অংশ। মাজার জিয়ারতের মাধ্যমে আমরা তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি।”