close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী ও মেহেদী উৎসব পালিত,,,, ..

মোঃশাহানজিদ উদ্দিন সোহান avatar   
মোঃশাহানজিদ উদ্দিন সোহান
****

 

মোঃশাহানজিদ উদ্দিন সোহানের রিপোর্টে বিস্তারিত,,,, 

প্রতিনিয়তের মতো এবারো ঝিনাইদহের সুনামধন্য সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন  পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ শহরের পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদী পাড়ে কুরবানী ঈদ উপলক্ষে   
ঈদ সামগ্রী,উপহার এবং মেহেদী উৎসব পালিত হয়।
শুরু তে উপস্থিত সকল শিশুদের বিনামূল্যে মেহেদী উৎসবে রাঙিয়ে তুলে শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলে।  দরিদ্র অসহায় শিশুদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার দেওয়া এরপর শহরের পথশিশুদের কে রঙিন পোষাক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - ঝিনাইদহপর কৃতি সন্তান স্থপতি হাসিবুল কবির, আলমগীর স্যার, কৃষিবীদ সোহেল রানা, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মাহমুদ আল হাসান সাগর সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন সাধারণ সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মোঃশাহানজিদ উদ্দিন সোহান  সহ-প্রচার সম্পাদক, সাদিয়া সাবরিনা সারা নির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, এস কে রুনা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, এছাড়া অনান্য ভলেন্টিয়াররা সদস্য উপস্থিত ছিলেন।

没有找到评论