সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ম*রদেহটি পড়ে থাকতে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। মিজান পুর্বচাঁদকাঠি এলাকার জাহাঙ্গির হোসেনের পুত্র। ছোট ভাই রাজু মৃ*তদেহটি সনাক্ত করেন।
কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদসংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিজান হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি পূবালী সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখা যায়।
ওসি মনিরুজ্জামান বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।