close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠি সদর থানাধীন শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কাটাই গ্রেফতার..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
গত ২৭/০৬/২০২৫ তারিখ ঝালকাঠি সদর থানাধীন শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কাটা হয়। উক্ত তালগাছের ডগায় ডগায় পাতার সাথে ঝুলানো ছিল বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসায় ছিল শতাধিক ছানা ও ড..

এই গাছটি ছিল ঐ এলাকার বাবুই পাখির আশ্রয় ও প্রজননস্থল। তালগাছটি কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অদ্য ২৯/০৬/২০২৫ খ্রিঃ উক্ত বিষয়ে মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনায় ঝালকাঠি জেলার সম্মানীত পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম মাত্র ০৩(তিন) ঘন্টার ব্যবধানে ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ মোবারেক ফকির (৬৫), পিতা- মৃত মোসলেম আলী ফকির, সাং- গুয়াটন, থানা+জেলা- ঝালকাঠি’কে পীরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ এবং ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন।

No comments found