close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঝালকাঠি ও ভান্ডারিয়া মহাসড়কে চেকপোস্টের নামে চাঁদাবাজি ও হয়রানির এবং মারধর বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলা সিএনজি চালক ও সাধারণ জনগ..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
****

ঝালকাঠির প্রেসক্লাবের সামনে আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এর পরে ঝালকাঠির মেইন সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঝালকাঠি জেলার সিএনজি - মাহিন্দ্রা ও থ্রি হুইলার চালকগন।

 

এসময়ে ঝালকাঠির শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন বিগত সরকার থাকাকালীন যে অনৈতিক এবং রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বেআইনি  ভাবে ঝালকাঠি থেকে ভান্ডারিয়া সড়কের ষাটপাকিয়ায় চেকপোস্টের নামে চাঁদাবাজি ও তাদেরকে মারধর এবং গাড়ি বাজেয়াপ্ত সহ নানা ভয়ভীতি দেখানো হয়েছে।

 

বিগত ফ্যাসিষ্ট সরকারের পতনের পরে দীর্ঘদিন এই চেকপোস্ট বন্ধ থাকার পরে নতুন করে আবার চেকপোস্ট করেছেন।তারা বলেন মহাসড়কে যেকোনো যানবাহন আটক ও চেকপোস্টের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হলেও এটি মালিক সমিতির লোকেরা বেআইনি ও অনৈতিক ভাবে বসিয়েছে।এতে তার ক্ষোভ প্রকাশ করেন এবং কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

পরপর তিনবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি।এছাড়াও এই চেকপোস্টের দায়িত্বে থাকা মালিক সমিতির লোকেরা সাধারণ যাত্রী যারা সিএনজি ও মাহিন্দ্রায় চলাচল করলে তাদেরকে হয়রানি ও মারধর সহ ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

 

আরো অভিযোগ করেন যে মাঝে মধ্যে এই সিএনজি ও মাহিন্দ্রা এবং থ্রি হুইলার চালকগন অসুস্থ রোগী নিয়ে গিয়েও মারধর এবং গাড়ি ভাঙা হয়।মারধরের পরে কোন কোন সময়ে গাড়ি জব্দ করার অভিযোগ রয়েছে

এতে সাধারণ যাত্রী সহ নাগরিকদের নাগরিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে প্রশাসন ও কতৃপক্ষের বিষয়টি সমাধান করার আহবান করেছেন। এরই সাথে এই বিষয়টির সুষ্ঠু নিরপেক্ষ সমাধান না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন।

এরপরই তারা বিক্ষোভ কর্মসূচি করে আবারও জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি দিয়ে কর্মসূচি শেষ করে। এতে জেলার ১৫০ -২০০ ড্রাইভার ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এরই সাথে ৪০-৫০ টি সিএনজি নিয়ে শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভিকটিম বলেন। আমি একবার অসুস্থ রোগী নিয়ে রাজাপুর থেকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার সময়ে সেই গাড়িটি আটকে  গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এছাড়াও ড্রাইভারকে  রাস্তায় ফেলে পিটানো হয়েছে এবং ঐ ভিকটিমের সাথেও হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি বলেন এই চেকপোস্ট নামে হয়রানি,ছিনতাই, রাহাজানি এটি স্থানীয় প্রশাসনের উদ্যোগে খতিয়ে দেখা উচিত। যাতে পরে এমন ঘটনা আর না হয়। এছাড়াও তিনি স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের  একটু তুলে ধরার আহবান করেছেন। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator